শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৫৮ জন

এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, ঢাকা বিভাগে ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে ৭ জন এবং রাজশাহী বিভাগে ১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩১ হাজার ৯৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, বাংলাদেশে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে, যা ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ২১১ জন।

ডেঙ্গু ভাইরাস মূলত এডিস এলবোপিক্টাস ও এডিস ইজিপ্টাই মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এটি সাধারণত দিনের বেলায় জনবসতিপূর্ণ এলাকায় কামড়ায়। প্রধান লক্ষণগুলো হলো আকস্মিক উচ্চ জ্বর, মাথা ও চোখের পেছনে ব্যথা, পেশি ও অস্থিসন্ধি ব্যথা, বমি, ক্লান্তি ও গায়ের লালচে ফুসকুড়ি। গুরুতর ক্ষেত্রে গ্যাস্ট্রিক বা রক্তপাত হতে পারে।

ডেঙ্গু নির্ণয় করা হয় রক্তপরীক্ষার মাধ্যমে। এর জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল নেই; মূলত সহায়ক চিকিৎসা দেওয়া হয় যেমন তাপ নিয়ন্ত্রণ, বিশ্রাম ও তরল গ্রহণ। ডিহাইড্রেশন বা প্লেটলেট কমে গেলে হাসপাতালে ভর্তি প্রয়োজন হতে পারে।

প্রতিরোধের জন্য বাড়িতে পানি জমতে দেবেন না, টায়ার ও ফুলের টব পরিষ্কার রাখুন। শরীর ঢেকে পোশাক পরুন, মশারি ও রিপেল্যান্ট ব্যবহার করুন। সরকারি উদ্যোগ ও গণসচেতনতার মাধ্যমে মশা নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়া হচ্ছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0