জেলা প্রতিনিধি
নীলফামারী: দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়লেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ঢাকাসহ জলঢাকা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জলঢাকা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাদ্দাম হোসেনকে শোন-অ্যারেস্ট করার প্রক্রিয়া চলছে।”
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল জলঢাকা বাজার এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে। অভিযোগ করা হয়, সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল, সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, আওয়ামী লীগ নেতা নাসিব সাদিক নোভা ও এনামুল হকের নেতৃত্বে লাঠি, ছোরা ও চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালানো হয়।
হামলায় মামলার বাদী ইয়াছিন আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গত বছরের ৮ অক্টোবর নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। আদালত জলঢাকা থানাকে এফআইআর দাখিলের নির্দেশ দেন। মামলায় অজ্ঞাতনামা আরও এক থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0