বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: গত কয়েক মাস ধরে রাজধানীর সবজির বাজারে ক্রমাগত উর্ধ্বগতি দেখা যাচ্ছে। অধিকাংশ সবজির দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য দৈনন্দিন ক্রয়চক্রই হয়ে উঠেছে চ্যালেঞ্জিং।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, ঢেঁড়স, পটল, মুলা, শশা, কাঁকরোল, চিচিঙ্গা, ধুন্দল, গাজর, মিষ্টি কুমড়া সহ বেশির ভাগ সবজির কেজি দামের নিচে ৮০ টাকা নেই। বেগুন (গোল) ১০০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, বরবটি ও করলা ১০০ টাকা, টমেটো ১৪০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, কঁচু ৫০ টাকা, আলু ২৫ টাকা, পেঁপে ৩০ টাকা এবং কচুর লতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
দামের এই উর্ধ্বগতির কারণে ক্রেতারা আধা কেজি করে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। বিক্রেতারাও বলছেন, ক্রেতার সংখ্যা আগের তুলনায় কমে গেছে এবং বিক্রিও কমেছে।
মাছের বাজারেও দামের চাপ লক্ষ্য করা গেছে। চাষের চিংড়ি এক কেজি হাজার টাকার বেশি, দেশি বোয়াল হাজার টাকার উপরে, টেংড়া ৬০০ থেকে ৯০০ টাকা, কাজলী ১০০০ টাকা, কই ও পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ইলিশের দামও চড়া, এক কেজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়। পাঙাস বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে।
পোল্ট্রির বাজারেও দাম বেশি। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭৫ টাকা, কক মুরগি ৩১০, মোরগ ৩৩০, লেয়ার ৩৫০ এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0