শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

নদীর দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তাল কক্সবাজার

সকালে উচ্ছেদের পঞ্চম দিনে শহরের গুনগাছতলা এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে পুরো এলাকা অচল হয়ে পড়ে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

কক্সবাজার: বাঁকখালী নদীর দখল উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে কক্সবাজারে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উচ্ছেদের পঞ্চম দিনে শহরের গুনগাছতলা এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে পুরো এলাকা অচল হয়ে পড়ে।

সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ নদীর নুনিয়ারছড়া এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় দখলদাররা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বিক্ষোভে নামেন। তারা টায়ার জ্বালিয়ে বিমানবন্দর সড়কে কয়েকশ নারী-পুরুষ নিয়ে অবস্থান নেন। অভিযানে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা তাদেরও ঘিরে ধরে।

এ সময় কক্সবাজার সদর-রামু আসনের বিএনপিদলীয় সাবেক এমপি লুৎফর রহমান কাজল এবং কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র জামায়াত নেতা সরওয়ার কামাল ভিপি ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে শহীদ মিনারের দিকে সরে যাওয়ার নির্দেশ দেন।

বিক্ষোভকারীদের সমাবেশে সাবেক এমপি কাজল বলেন, “আগে বাঁকখালী নদী ডিমারকেশন করুন, নদীর জায়গা-সীমানা চিহ্নিত করুন। হাইকোর্টের রায়ের বিষয়টি সামনে এনে প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে একটি যৌক্তিক সমাধান বের করতে হবে। তার আগে ঢালাওভাবে উচ্ছেদ নয়।”

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, “বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে।”

অবরোধের কারণে কক্সবাজার বিমানবন্দরের দিকে যাত্রীরা প্রবেশ বা বের হতে পারেননি। এতে বিমান যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0