এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে ঘটল বড়সড় এক আর্থিক প্রতারণা ও বিশ্বাসভঙ্গের ঘটনা। তাঁরই প্রাক্তন ব্যক্তিগত সচিব বেদিকা প্রকাশ শেট্টি অভিনেত্রীর ব্যক্তিগত এবং প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে ৮০ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। আলিয়ার স্বাক্ষর জাল করে দীর্ঘ দুই বছর ধরে এই প্রতারণা চালানো হয়। এই মামলায়ล่าสุด অভিযুক্ত বেদিকাকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
যেভাবে ঘটল প্রতারণা: আলিয়া ভাট তাঁর ব্যক্তিগত ও প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানসাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’-এর সব বিষয় দেখভালের দায়িত্ব দিয়েছিলেন তাঁর ব্যক্তিগত সচিব বেদিকাকে। কিন্তু সেই বিশ্বাস ও পদের অপব্যবহার করে বেদিকা আর্থিক তছরুপ করেন বলে অভিযোগ। প্রায় দুই বছর ধরে তিনি আলিয়ার স্বাক্ষর জাল করে অভিনেত্রীর ব্যক্তিগত এবং প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে মোট ৮০ লাখেরও বেশি টাকা অবৈধভাবে আত্মসাৎ করেন।
আইনি প্রক্রিয়া ও গ্রেপ্তার: এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রায় পাঁচ মাস আগে আলিয়ার মা, সোনি রাজদান, মুম্বাইয়ের জুহু থানায় বেদিকার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অবশেষে, মঙ্গলবার (৮ জুলাই) অভিযুক্ত বেদিকা প্রকাশ শেট্টিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পেশ করা হয়েছে এবং জুহু পুলিশ বর্তমানে মামলাটির আরও গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ আধিকারিকদের বক্তব্য, তদন্তের মাধ্যমে এই মামলার প্রকৃত ঘটনা এবং আরও বিস্তারিত তথ্য প্রকাশ পাবে।
ব্যক্তিগত সংকটের মাঝেও পেশাগত জীবনে অবিচল আলিয়া: একদিকে যখন ব্যক্তিগত জীবনে এত বড় একটি বিশ্বাসঘাতকতা এবং আইনি লড়াই চলছে, তখনও নিজের পেশাগত জীবনে এতটুকু প্রভাব পড়তে দেননি আলিয়া ভাট। তিনি বর্তমানে তাঁর আগামী ছবি ‘আলফা’-র শ্যুটিং নিয়ে ব্যস্ত। এই ছবির মাধ্যমে অভিনেত্রী স্পাই ইউনিভার্সের জগতে পা রাখতে চলেছেন।
এ ছাড়াও তাঁর হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির বিগ বাজেট সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’, যেখানে তিনি স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করবেন। পাশাপাশি, ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘জি লে যরা’-তেও দেখা যাবে তাঁকে, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের সঙ্গে। ব্যক্তিগত জীবনে এত বড় সংকটের মাঝেও তাঁর এই পেশাদারিত্ব এবং কাজে মনোযোগ দেওয়ার বিষয়টি চলচ্চিত্র জগতে প্রশংসিত হচ্ছে। যদিও এই মামলা নিয়ে আলিয়ার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0