বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফারিয়ার স্বপ্নপূরণ, ভক্তদের আফসোস

২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে অভিনয়ে আসা এই অভিনেত্রী কাজের ফাঁকে এভাবেই নিজের স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখতে ভালোবাসেন।

ছবি-শবনম ফারিয়ার ফেসবুক পোষ্ট

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: শ্রীলঙ্কায় ছুটি কাটানোর ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন শবনম ফারিয়া। তাঁর সৌন্দর্যের প্রশংসায় ভাসছে কমেন্ট বক্স। তবে এই মুগ্ধতার পাশাপাশি উঠে এসেছে ভক্তদের একরাশ আক্ষেপ ও প্রশ্ন, যা তাঁর বর্তমান ক্যারিয়ার ভাবনাকে সামনে নিয়ে এসেছে।

ফারিয়ার পোস্ট করা ছবির মন্তব্যের ঘরে একজন অনুরাগী লিখেছেন, ‘আমার পছন্দের অভিনেত্রী, আপনি এখন নাটক করেন না কেন?’ এই একটি প্রশ্নই যেন বহু দর্শকের মনের কথা। ২০১৩ সালে অভিষেকের পর বহু জনপ্রিয় নাটক উপহার দিলেও, বর্তমানে অভিনয়ে তাঁর উপস্থিতি অনেকটাই কম। ভক্তদের এই আকুতি প্রমাণ করে, দর্শকরা এখনো তাঁকে পর্দায় দেখতে কতটা আগ্রহী।

যদিও শবনম ফারিয়া বর্তমানে শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্যে মগ্ন এবং স্বপ্নপূরণের আনন্দে ভাসছেন, তবে তাঁর ভক্তরা যে তাঁর অভিনয়ে ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন, তা আরও একবার স্পষ্ট হলো এই মন্তব্যের মাধ্যমে।

শ্রীলঙ্কার বিখ্যাত কোকোনাট হিলে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে ফারিয়া এক আবেগঘন ক্যাপশনে লিখেছেন, ‘আরেকটা স্বপ্ন পূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।’ তাঁর এই লেখা থেকে স্পষ্ট, এই ভ্রমণটি তাঁর কাছে শুধু অবকাশ যাপন নয়, বরং এটি ছিল তাঁর ব্যক্তিগত এক স্বপ্ন ছোঁয়ার মুহূর্ত।

২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে অভিনয়ে আসা এই অভিনেত্রী কাজের ফাঁকে এভাবেই নিজের স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখতে ভালোবাসেন। তাঁর এই ব্যক্তিগত অর্জনের গল্প ভক্তদেরও ছুঁয়ে গেছে, যা তাঁর পোস্টের মন্তব্য দেখলেই বোঝা যায়।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0