এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: সম্প্রতি আইনি জটিলতায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এর মধ্যে জ্বরেও আক্রান্ত হন তিনি। সব মিলিয়ে, ব্যক্তিগত এবং মানসিক— উভয় দিক থেকেই এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এই তারকা। অবশেষে নিজের এই দুঃসময় এবং উপলব্ধি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুললেন তিনি। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় দেওয়া এক পোস্টে তিনি ডিপ্রেশন, ট্রমা এবং ‘অনলাইন ট্রায়াল’-এর ভয়াবহতা নিয়ে কথা বলেছেন ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, “ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু নয়। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়।” তিনি আরও যোগ করেন, “অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়। আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।” তাঁর এই কথাগুলো সাম্প্রতিক সময়ে তাঁর উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়েরই ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।
সামাজিক মাধ্যমে বিচার এবং নির্মম সমালোচনার বিরুদ্ধেও সরব হয়েছেন ফারিয়া। তিনি লেখেন, “আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে— যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।”
তিনি আরও বলেন, “এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা— এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।”
দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেত্রী সর্বশেষ ‘জ্বীন ৩’ সিনেমায় অভিনয় করেছিলেন। তবে তাঁর এই পোস্টের মাধ্যমে তিনি যে মানসিকভাবে আবারও নিজেকে গুছিয়ে নিচ্ছেন এবং কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, সেই আভাসও মিলেছে। ভক্তরা তাঁর এই সাহসী স্বীকারোক্তির প্রশংসা করছেন এবং তাঁকে ভালোবাসা ও সমর্থন জানিয়ে দ্রুত কাজে ফেরার জন্য অনুরোধ করছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0