মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ী কালুখালীতে ভুয়া পুলিশ আটক

রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনী এক ভুয়া পুলিশকে আটক করেছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনী এক ভুয়া পুলিশকে আটক করেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে সোনাপুর মোড় এলাকা থেকে তুষার (২৫) নামে এই ভুয়া পুলিশকে ধরা হয়।

তুষার কুষ্টিয়া খোকসা উপজেলার শেখপাড়া ইউনিয়নের বিহাড়িয়া পাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সোনাপুর মোড়ে পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করছিলেন তুষার। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে ধাওয়া করলে তুষার কালুখালী সেনা ক্যাম্পে আশ্রয় নেন। পরে সেনাবাহিনী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে কালুখালী থানায় হস্তান্তর করে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান জানান, ভুয়া পুলিশের খবর পেয়ে জনগণের হাত থেকে উদ্ধার করা তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0