Logo

প্রভাসের নামে ভুয়া ফোন, চিকিৎসার টাকা না পেয়েই মারা গেলেন ফিশ ভেঙ্কট!

কিছুদিন আগেই কিডনির সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন। তাঁর একটি কিডনি বিকল হয়ে গিয়েছিল এবং দ্রুতই কিডনি প্রতিস্থাপনের (ট্রান্সপ্ল্যান্ট) প্রয়োজন ছিল, যার জন্য খরচ ছিল প্রায় ৫০ লাখ রুপি।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: একদিকে গুরুতর অসুস্থতা ও আর্থিক সংকট, অন্যদিকে সুপারস্টার প্রভাসের নামে আসা এক ভুয়া ফোনের প্রতারণা— এই দুইয়ের সঙ্গেই লড়াই করতে করতে অবশেষে পৃথিবী ছেড়ে চলে গেলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা ফিশ ভেঙ্কট। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভোগার পর, গতকাল (১৮ জুলাই) হায়দ্রাবাদের একটি হাসপাতালে ৫৩ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর এই মর্মান্তিক পরিণতি এবং মৃত্যুর আগে তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে দক্ষিণী সিনেমা অঙ্গনে।

প্রতারণার শিকার পরিবার: ফিশ ভেঙ্কট, যাঁর আসল নাম ভেঙ্কট রাও, কিছুদিন আগেই কিডনির সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন। তাঁর একটি কিডনি বিকল হয়ে গিয়েছিল এবং দ্রুতই কিডনি প্রতিস্থাপনের (ট্রান্সপ্ল্যান্ট) প্রয়োজন ছিল, যার জন্য খরচ ছিল প্রায় ৫০ লাখ রুপি।

চলতি মাসেই তাঁর মেয়ে শ্রাবন্তী এক সাক্ষাৎকারে আশার কথা শুনিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সুপারস্টার প্রভাসের টিম তাঁদের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে। কিন্তু পরে ভেঙ্কটের পরিবার জানায়, সেই কলটি ছিল ভুয়া। কোনো এক প্রতারক প্রভাসের সহকারী পরিচয়ে ফোন করে তাঁদের সঙ্গে এই নিষ্ঠুর রসিকতা করেছিল। তাঁরা যখন সরাসরি প্রভাসের টিমের সঙ্গে যোগাযোগ করেন, তখন জানতে পারেন, প্রভাস এই বিষয়ে কিছুই জানতেন না এবং তাঁর পক্ষ থেকে কোনো ফোন করা হয়নি। শেষ পর্যন্ত কোনো আর্থিক সহায়তা না পাওয়ায়, কিডনি প্রতিস্থাপনের আগেই মারা যান এই গুণী অভিনেতা।

এক বর্ণাঢ্য ক্যারিয়ার: ফিশ ভেঙ্কট মূলত তাঁর কৌতুক অভিনয় এবং খলনায়কের ভূমিকার জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন। তেলেঙ্গানার আঞ্চলিক টানে কথা বলার দক্ষতার কারণেই চলচ্চিত্র দুনিয়ায় তিনি ‘ফিশ’ উপাধি পেয়েছিলেন। চার দশকের ক্যারিয়ারে তিনি ‘বানি’, ‘অধুরস’, ‘ধী’, ‘মীরাপকায়’-এর মতো বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

তাঁর মৃত্যুতে দক্ষিণী সিনেমা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা সামাজিক মাধ্যমে এই বরেণ্য শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি, তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার ঘটনার তীব্র নিন্দা করছেন।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0