বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

যুগের অবসান, চলে গেলেন কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও।

১৯৯৯ সালে তিনি বিজয়ওয়াড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং ২০০৪ সাল পর্যন্ত বিধায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: তেলেগু চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতা। প্রয়াত হলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। আজ রোববার (১৩ জুলাই) সকালে হায়দ্রাবাদের জুবিলি হিলসের ফিল্মনগরে নিজ বাসভবনে ৮৩ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র তিন দিন আগেই তিনি নিজের জন্মদিন উদ্‌যাপন করেছিলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ পুরো দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগৎ।

এক বর্ণাঢ্য অভিনয় জীবন: চার দশকের বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে কোটা শ্রীনিবাস রাও তেলেগু, তামিল, কন্নড়, হিন্দিসহ মোট চারটি ভাষায় ৭৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ছিলেন অভিনয়ের এক সব্যসাচী কারিগর। কখনো হিংস্র খলনায়ক, আবার কখনো কমেডিয়ান হিসেবে দর্শকদের হাসিয়েছেন, আবার কখনো চরিত্রাভিনেতা হিসেবে দাগ কেটেছেন মনে।

১৯৭৮ সালে তেলেগু ছবি ‘প্রাণম খরিদু’র মাধ্যমে তাঁর অভিষেক ঘটে। এরপর ‘আহা না পেল্লান্তা!’, ‘প্রতিঘাতনা’, ‘খাইদি নাম্বার ৭৮৬’ ও ‘শিবা’র মতো অসংখ্য সিনেমায় তিনি তাঁর অভিনয়ের ছাপ রেখেছেন। শুধু দক্ষিণেই নয়, ২০০৫ সালে রাম গোপাল ভার্মার সাড়া জাগানো সিনেমা ‘সরকার’-এ ‘সিলভার মনি’ চরিত্রে অভিনয় করে তিনি বলিউডেও নিজের জাত চিনিয়েছিলেন। অসাধারণ অভিনয়ের জন্য তিনি ৯টি নন্দী অ্যাওয়ার্ডসহ বহু সম্মাননা লাভ করেছেন।

অভিনয়ের বাইরেও এক সফল জীবন: কোটা শ্রীনিবাস রাও শুধু একজন অভিনেতাই ছিলেন না, রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ছিলেন। ১৯৯৯ সালে তিনি বিজয়ওয়াড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং ২০০৪ সাল পর্যন্ত বিধায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। শিল্প ও রাজনীতি— দুই ক্ষেত্রেই তাঁর সফল বিচরণ তাঁকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। ২০১৫ সালে ভারত সরকার তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী-তে ভূষিত করে।

শোকস্তব্ধ সহকর্মীরা: তাঁর মৃত্যুর খবরে সহকর্মী, ভক্ত ও রাজনৈতিক নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন। অভিনেতা বিষ্ণু মানচু এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “শব্দের ঊর্ধ্বে এক কিংবদন্তি। শ্রীকোটা শ্রীনিবাস গারুর মৃত্যু আমার হৃদয় ভারাক্রান্ত করেছে। একজন অসাধারণ অভিনেতা, বিরল প্রতিভাধর মানুষ; যিনি প্রতিটি চরিত্রকে প্রাণ দিয়েছেন অনন্য দক্ষতায়। আমি তাঁর সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি, তাঁর অভিনয় দেখে বড় হয়েছি। তাঁর শিল্প, হাসি, আত্মা আমাদের মাঝে বেঁচে থাকবে।”

কোটা শ্রীনিবাস রাওয়ের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রে এক বড় অধ্যায়ের অবসান ঘটল।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0