বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

যৌন হেনস্তার প্রতিবাদ, উল্টো মার খেলেন ‘দঙ্গল গার্ল’ ফাতিমা

“কী অদ্ভুত বিষয়! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে জেনেও আমাদের ভাবতে হয়, কী প্রতিক্রিয়া জানাব!” তাঁর এই একটি বাক্যই যেন রাস্তায় চলা প্রতিটি মেয়ের অসহায়ত্ব এবং আত্মরক্ষার দ্বিধার কথা বলে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: যিনি পর্দায় কুস্তিগির গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করে পুরুষদের সঙ্গে লড়াই করেছিলেন, সেই ‘দঙ্গল গার্ল’ ফাতিমা সানা শেখ বাস্তব জীবনেও হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তবে বাস্তবে প্রতিপক্ষকে ঘায়েল করাটা সিনেমার মতো সহজ ছিল না। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের কাছে তিনি তাঁর সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ যৌন হেনস্তার অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা তারকাদের জীবনের অন্ধকার দিক এবং নারী নিরাপত্তার করুণ বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।

প্রকাশ্যে হেনস্তা ও পাল্টা আক্রমণ: ফাতিমা তাঁর জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, একবার জনসমক্ষে এক ব্যক্তি তাঁকে অত্যন্ত খারাপভাবে স্পর্শ করেছিল। প্রতিবাদে তিনি সঙ্গে সঙ্গে লোকটিকে চড় মারেন। কিন্তু সিনেমার গল্পের মতো বাস্তবে জয় সহজ হয়নি। ফাতিমা বলেন, “লোকটা আমাকে স্পর্শ করেছিল বলেই আমি তাঁর গায়ে হাত তুলেছিলাম। কিন্তু সেই লোকটা তা সহ্য করতে পারেনি। তাই আমাকে পাল্টা মারে এবং খুব জোরেই লেগেছিল আমার, আমি মাটিতে পড়ে যাই।”

নারী নিরাপত্তার সংকট ও দ্বিধা: এই ঘটনার পর নিজের উপলব্ধি নিয়ে ফাতিমা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি বলেন, “কী অদ্ভুত বিষয়! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে জেনেও আমাদের ভাবতে হয়, কী প্রতিক্রিয়া জানাব!” তাঁর এই একটি বাক্যই যেন রাস্তায় চলা প্রতিটি মেয়ের অসহায়ত্ব এবং আত্মরক্ষার দ্বিধার কথা বলে। একজন তারকা হয়েও তাঁর এই তিক্ত অভিজ্ঞতা সমাজের নারী নিরাপত্তার বাস্তব চিত্র নিয়ে সবাইকে ভাবতে বাধ্য করে।

আরও এক ভয়াবহ অভিজ্ঞতা: ফাতিমা আরও একটি ঘটনার কথা উল্লেখ করেন। তিনি জানান, করোনা অতিমারির সময়ে মাস্ক পরে মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালানোর সময় এক টেম্পোচালক তাঁর পিছু নিয়েছিলেন। তিনি বাড়ির গলি পর্যন্ত তাঁকে অনুসরণ করেন এবং তাঁকে দেখে অদ্ভুত শব্দ করতে থাকেন।

১৯৯৭ সালে ‘চাচী ৪২০’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিষেক হওয়া ফাতিমা ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে দেশব্যাপী খ্যাতি অর্জন করেন। পর্দার এই শক্তিশালী নারীর বাস্তব জীবনের লড়াইয়ের গল্প অনেককেই অনুপ্রাণিত করবে এবং একই সঙ্গে ব্যথিতও করবে।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0