স্পোর্টস ডেস্ক
ঢাকা: বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করা ব্রাজিলের আসলে হারাবার কিছু ছিল না। মারাকানায় রাতটা ছিল একরকম ঘোষণার মতো— আমরা ফিরছি! তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি ঘিরে ম্যাচের আগে ছিল নানান প্রশ্ন। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো—তাদের ছাড়া কার্লো আনচেলত্তির ব্রাজিল কেমন খেলবে, তা দেখতেই তাকিয়ে ছিল ফুটবলপ্রেমীরা। শেষ পর্যন্ত মারাকানায় যেন সব প্রশ্নের জবাব দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিলিকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে।
ব্রাজিলের তিন গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস। নেইমারকে বাদ দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। আনচেলত্তি জানান, চোটের কারণে নেইমার নেই। তবে নেইমার দাবি করেন, তাকে বাদ দেওয়া হয়েছে কৌশলগত কারণে। এই বিতর্ক ম্যাচে কোনো প্রভাব ফেলবে কি না—সেটাই ছিল প্রশ্ন। তবে মাঠের লড়াইয়ে তার কোনো ছাপই দেখা যায়নি।
শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখে তারা নেয় ২২টি শট, এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে চিলি ৩৫ শতাংশ বল দখলে রেখে নেয় মাত্র ৩টি শট, যার কোনোটিই ছিল না লক্ষ্যে।
প্রথমার্ধে চিলির অতিরক্ষণাত্মক খেলার কারণে গোল পেতে ভুগতে হয় স্বাগতিকদের। তবে ৩৮ মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে এস্তেভাও ভেঙে দেন প্রতিপক্ষের রক্ষণ। বিরতিতে যাওয়ার আগেই এগিয়ে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে আনচেলত্তির পরিবর্তনগুলো ফল দেয়। বিশেষ করে লুইস হেনরিক নজর কাড়েন। ম্যাচের ৭২ মিনিটে তার বাঁ প্রান্ত থেকে দারুণ ড্রিবলিংয়ের পর ক্রস থেকে হেডে গোল করেন পাকেতা। শেষ দিকে আবারও হেনরিকের উদ্যোগে আসে ব্রাজিলের তৃতীয় গোল। তার শট ক্রসবারে ফিরে এলে ফিরতি বল ঠেলে জালে পাঠান গিমারেস।
এই জয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে তলানিতে আছে চিলি।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0