জেলা প্রতিনিধি
বাগেরহাট: বাগেরহাটে নিখোঁজ হওয়ার একদিন পর, শহিদুল মোল্লা (৪৭) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কালদিয়া গ্রামে একটি পরিত্যক্ত কৃষি খামারের দুই তলা ভবনের সিঁড়ির নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখে স্কচটেপ প্যাঁচানো ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকটি ছিনতাই করার উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, শহিদুল মোল্লা শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাসা থেকে ইজিবাইক নিয়ে বের হন। বিকেল পৌনে ৪টার দিকে, তিনি তাঁর স্ত্রীর মোবাইল ফোনে কল করে শ্যালক নাসির শেখকে ইফাদ ডেইরি ফার্মের সামনে আসতে বলেন। কিন্তু নাসির সেখানে গিয়ে শহিদুলকে খুঁজে পাননি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
রবিবার সন্ধ্যায়, ইফাদ ডেইরি ফার্মের একটি পরিত্যক্ত ভবনের সিঁড়ির নিচ থেকে তাঁর মরদেহ পাওয়া যায়। খামারটি সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী ফিরোজ হাওলাদারের মালিকানাধীন বলে জানা গেছে।
নিহত শহিদুল মোল্লা পিরোজপুর জেলার বাসিন্দা হলেও, ৩০ বছরের বেশি সময় ধরে বাগেরহাট শহরে ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী শিউলি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে হত্যা করা হয়েছে। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।”
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। খুলনা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা এলে, আলামত সংগ্রহের পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।”
এই ঘটনায় এলাকায় শোক এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0