সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন ১২ তরুণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ পুরস্কার তুলে দেন।

সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা:১২ তরুণকে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়েছে। দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ পুরস্কার তুলে দেন।

যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানের জন্য তিনজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান এবং নোয়াখালীর মো. জাকির হোসেন।

শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য দুজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ ও গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন। দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে দুজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন পাবনার মো. দ্বীপ মাহবুব এবং রাজশাহীর হাসান শেখ।

জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা/সমাজকল্যাণে অসাধারণ অবদানের জন্য তিনজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার এবং রাজশাহীর মো. মুহিন (মোহনা)।

ক্রীড়া, কলা ও সাংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানে পুরস্কার পেয়েছেন দুজন। তারা হলেন সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা (ধুংরী হেডমন)।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক বিজয়ীকে দেওয়া হবে নগদ এক লাখ টাকা (বা সমমূল্যের প্রাইজবন্ড), একটি সম্মাননা ক্রেস্ট ও একটি সনদপত্র প্রদান করা হবে।

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0