সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

শাহবাগ থানার মামলায় মির্জা ফখরুলসহ ৭৭ জনকে অব্যাহতি

দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় এ সিদ্ধান্ত আসে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ছয় বছর আগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা যানবাহন অগ্নিসংযোগ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাসসহ মোট ৭৭ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় এ সিদ্ধান্ত আসে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেন।

এ মামলার অন্যান্য গুরুত্বপূর্ণ আসামির মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপি নেতা সাইফুল আলম নিরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করতে এসব মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে তাদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। আদালত সে প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতি দেন।”

মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১৯ সালের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি নির্ধারিত ছিল। তার আগের দিন ১১ ডিসেম্বর শাহবাগ থানার বার কাউন্সিলের নির্মাণাধীন প্রধান ফটকের সামনে দুষ্কৃতকারীরা মোটরসাইকেলসহ যানবাহনে অগ্নিসংযোগ করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, জামিন শুনানির রায়কে প্রভাবিত করা এবং বিচার বিভাগকে চাপ প্রয়োগের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়। এরপর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

চলতি বছরের ১০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জা ফখরুলসহ ৭৭ জনের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন, যা আজ আদালত গ্রহণ করেছেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0