সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রমনা থানার নাশকতা মামলা থেকে মির্জা আব্বাস-বুলুসহ ২৯ জনকে অব্যাহতি

এক যুগ আগে রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: এক যুগ আগে রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানি শেষে এই মামলায় সব আসামি দায়মুক্তি পেলেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ তাদের অব্যাহতির আবেদন করেন। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু।

এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও যুবদল নেতা হামিদুর রহমান হামিদ।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, “আজ মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করা হলে আদালত এ বিষয়ে শুনানি শেষে মামলাটি প্রত্যাহার করে সব আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।”

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক মো. আশফাক রাজীব হাসান বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0