জেলা প্রতিনিধি
মাগুরা: মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই এবং মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা সদর আমলি আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, ভারতে পালানোর চেষ্টাকালে চুয়াডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে, চুয়াডাঙ্গা সদর থানার একটি বিশেষ দল স্থানীয় রেলস্টেশন এলাকা থেকে আশরাফুজ্জামান হিসামকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
মাগুরা সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় এজাহারভুক্ত ৪০ নম্বর আসামি হিসেবে হিসামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার দুপুরে তাঁকে মাগুরা সদর আমলি আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে, ভারপ্রাপ্ত সিনিয়র ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। শুনানি শেষে তাঁকে পুনরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনায় মাগুরার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0