জেলা প্রতিনিধি
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলন এবার সহিংস রূপ নিয়েছে। আজ, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে, বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা উপজেলা পরিষদ এবং ভাঙ্গা থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এ ছাড়াও, উপজেলা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে, পুলিশ সদস্যরা জনতার ধাওয়ার মুখে পিছু হটে স্থানীয় মডেল মসজিদে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
আজ দুপুর ১টা ১৫ মিনিটের দিকে, আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে শুরু হওয়া একটি বিশাল মিছিল ভাঙ্গা গোল চত্বর এলাকায় এসে পৌঁছায়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আন্দোলনকারীরা প্রথমে ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে।এরপর তারা উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে, জনতার ধাওয়ার মুখে পড়েন এবং পিছু হটে মডেল মসজিদে আশ্রয় নেন।
বিক্ষোভকারীরা সাংবাদিকদের ছবি তুলতে এবং ভিডিও করতেও বাধা দিচ্ছে বলে জানা গেছে।
ভাঙ্গার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে, ভ্যান এবং মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে আসছেন, যা এক বিশাল জনস্রোতের সৃষ্টি করেছে। ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ায়, যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এই বিষয়ে ভাঙ্গার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানতে, পুলিশের ভাঙ্গা সার্কেল, ভাঙ্গা থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁরা ফোন ধরেননি। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান শুধু জানিয়েছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।”
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0