সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

পদ্মা সেতুতে নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন চালু

এই ব্যবস্থার ফলে চালকদের আর গাড়ি থামিয়ে টোল পরিশোধ করতে হবে না; নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: পদ্মা সেতুতে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম লাইভ পাইলটিং আকারে চালু করা হয়েছে। এই ব্যবস্থার ফলে চালকদের আর গাড়ি থামিয়ে টোল পরিশোধ করতে হবে না; নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এ সিস্টেম কার্যকর হয়। এর ফলে গাড়ি চালকরা ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন অতিক্রম করতে পারবেন এবং টোল স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত অ্যাকাউন্ট থেকে কর্তন হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনায় এই সিস্টেম চালু করা হয়েছে।

ইটিসি ব্যবহারের জন্য আগ্রহী চালকদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর ট্যাপ অ্যাপের “ডি-টোল” অপশনে গিয়ে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে একবারের জন্য ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রক্রিয়া শেষে ব্যবহারকারীরা থামাহীনভাবে টোল লেন অতিক্রম করতে পারবেন।

ভবিষ্যতে ট্যাপ অ্যাপ ছাড়াও অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপ এ সেবার সঙ্গে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে ট্যাপসহ বিভিন্ন আর্থিক অ্যাপকে সংযুক্ত করার কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0