সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে চারজন মারা গেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ও মধ্যরাতে এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, ৬ নবজাতকের মধ্যে ৩ জনকে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে এবং বাকি ৩ জনকে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। এর মধ্যে ঢামেকে চিকিৎসাধীন থাকা দুই ছেলে শিশু এবং বেসরকারি হাসপাতালে থাকা দুই মেয়ে শিশুর মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নবজাতকদের মা প্রিয়া আক্তারের ননদ ফারজানা আক্তার।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকের মধ্যে সন্ধ্যায় এক নবজাতক এনআইসিইউতে মারা যায়। এরপর ঢাকা মেডিকেলে আরও এক নবজাতকের মৃত্যু হয় এবং একটি বেসরকারি হাসপাতালে আরও দুজন নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।” তিনি আরও জানান, বর্তমানে ঢামেকে ১ নবজাতক এবং একটি বেসরকারি হাসপাতালে আরও ১ নবজাতক চিকিৎসাধীন রয়েছে।

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0