জেলা প্রতিনিধি
ফরিদপুর: ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলাদা করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ভাঙ্গা-ফরিদপুর ও ভাঙ্গা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি এলাকায় বিক্ষুব্ধ জনতা অবরোধ শুরু করে। একই সময়ে হামিরদী ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া এলাকায় ব্যারিকেড দেন। এর ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করে যেখানে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্ত জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা এবং হাজারো নারী-পুরুষ রাস্তায় নেমে আসেন।
প্রতিবাদকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে এই ইউনিয়নগুলো ভাঙ্গার সঙ্গে যুক্ত। তাদের জীবন থাকলেও নগরকান্দার সঙ্গে যুক্ত হবেন না। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাবেন। তাদের কথায়, \প্রয়োজন হলে রাস্তায় আমাদের জীবন যাবে তবু আমরা ১ ইঞ্চি মাটিও নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত হব না।\
বিক্ষোভে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলও। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের পাশে থেকে তাদের আন্দোলনকে সমর্থন জানাবেন।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, “মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। আমরা বুঝিয়েও অবরোধকারীদের উঠাতে পারছি না।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0