বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বারে নাচ, পতিতাবৃত্তি, অতঃপর ‘আশিকি ২’-এর লেখক

সম্পর্ক ভেঙে যাওয়ার পর জীবন তাঁকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেয়। সেই ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, “এটা একটা দুষ্টচক্র ছিল। এর থেকে বেরিয়ে আসা সহজ ছিল না, আমি পতিতাবৃত্তিতে আটকে পড়েছিলাম।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: 'ওহ লামহে’, ‘মার্ডার ২’, ‘জান্নাত ২’, ‘আশিকি ২’— বলিউডের এই সুপারহিট এবং আবেগঘন সিনেমাগুলোর পেছনের কারিগর তিনি। যাঁর লেখা গল্প দর্শকদের হাসিয়েছে-কাঁদিয়েছে, সেই প্রখ্যাত চিত্রনাট্যকার শাগুফতা রফিকের নিজের জীবন সিনেমার গল্পের চেয়েও অনেক বেশি নাটকীয় এবং যন্ত্রণাময়। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর বার ডান্সার থেকে পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়া এবং অবশেষে একজন সফল চিত্রনাট্যকার হয়ে ওঠার সেই অবিশ্বাস্য গল্প শুনিয়েছেন। 

শাগুফতা জানান, কলকাতার এক ধনী ব্যবসায়ী তাঁকে দত্তক নিয়েছিলেন। কিন্তু মাত্র ১১ বছর বয়সে সেই পালক পিতার মৃত্যু হলে তাঁর জীবনের সংগ্রাম শুরু হয়। মায়ের সংসারের হাল ধরতে তিনি প্রাইভেট পার্টিতে নাচতে শুরু করেন। তিনি বলেন, “অনেক আগেই আমি বুঝতে পেরেছিলাম যে নারীরা কতটা অনিরাপদ। টাকাই নির্ধারণ করে কে সম্মানের যোগ্য আর কে নয়।”

মাত্র ১৭ বছর বয়সে স্থিতিশীল জীবনের খোঁজে তিনি একজন ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর জীবন তাঁকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেয়। সেই ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, “এটা একটা দুষ্টচক্র ছিল। এর থেকে বেরিয়ে আসা সহজ ছিল না, আমি পতিতাবৃত্তিতে আটকে পড়েছিলাম। এর থেকে বেরিয়ে আসার জন্য আমি বার ডান্সার হয়েছিলাম। তারপর আমি মুম্বাই থেকে দুবাই পালিয়ে যাই।” 

জীবনের বহু ঘাত-প্রতিঘাত পেরিয়েও তিনি গল্প লেখার প্রতি আগ্রহ হারাননি। কিন্তু আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকায় প্রথমদিকে বহু প্রযোজনা সংস্থা তাঁকে ফিরিয়ে দেয়। অবশেষে, মহেশ ভাটের প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্মস’-এ যোগ দেওয়ার পর তাঁর জীবন বদলে যায়। এই প্রযোজনা সংস্থার ব্যানারেই তিনি একের পর এক সুপারহিট সিনেমার চিত্রনাট্য লেখেন। ইমরান হাশমি এবং আদিত্য রায় কাপুরের মতো তারকাদের ক্যারিয়ার গড়ে দেওয়ার পেছনেও তাঁর লেখা গল্পের বড় অবদান রয়েছে।

শাগুফতা রফিকের এই জীবন কাহিনী শুধু একজন শিল্পীর ঘুরে দাঁড়ানোর গল্পই নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য অনুপ্রেরণা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0