বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বহুদিন পর একক শো, গাইবেন বাপ্পা

‘ওয়ান ট্রু সাউন্ড’ শীর্ষক এই কনসার্টে বাপ্পা মজুমদার তাঁর জনপ্রিয় ব্যান্ড দলছুট-এর সদস্যদের নিয়ে পারফর্ম করবেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে রাত ৮টায় শুরু হবে এই আয়োজন।

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: তিন দশকের সংগীত জীবনে হাতেগোনা কয়েকটি একক কনসার্টে গাইতে দেখা গেছে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে। নিয়মিত কনসার্টে পাওয়া গেলেও, শুধুমাত্র নিজেকে এবং নিজের গানকে কেন্দ্র করে তৈরি হওয়া একক শো-তে তিনি বরাবরই কিছুটা অন্তরালে। অবশেষে দীর্ঘ বিরতির পর আজ (শনিবার, ১২ জুলাই) রাতে ঢাকায় একটি বিশেষ একক কনসার্টে অংশ নিচ্ছেন এই শিল্পী। এর পাশাপাশি তিনি তাঁর নতুন গান এবং বড় একটি আন্তর্জাতিক সফরের খবরও জানিয়েছেন।

আজ রাতের ‘ওয়ান ট্রু সাউন্ড’: ‘ওয়ান ট্রু সাউন্ড’ শীর্ষক এই কনসার্টে বাপ্পা মজুমদার তাঁর জনপ্রিয় ব্যান্ড দলছুট-এর সদস্যদের নিয়ে পারফর্ম করবেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে রাত ৮টায় শুরু হবে এই আয়োজন। বাপ্পা জানান, এই কনসার্টে তিনি তাঁর শ্রোতাপ্রিয় বিভিন্ন গান একদম ভিন্ন আঙ্গিকে পরিবেশন করবেন।

একক শো নিয়ে নিজের দর্শন তুলে ধরে তিনি বলেন, “যে কোনো শিল্পীর জন্যই একক শো বেশ গুরুত্বপূর্ণ। আমি মনে করি এ ধরনের একক শো আরও অনেক বেশি হওয়া উচিত। কারণ, বছরজুড়ে আমরা যে ধরনের প্রোগ্রাম করি, তাতে শুধু গান গেয়ে চলে আসি। কিন্তু একক শোতে একজন শিল্পী তার পুরো শৈল্পিক ইতিহাস ফুটিয়ে তুলতে পারেন।”

নতুন গান ও যুক্তরাষ্ট্র সফর: শুধু কনসার্টই নয়, বাপ্পা মজুমদার আরও দুটি বড় খবর দিয়েছেন। তিনি জানান, শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তাঁর নতুন গান ‘আগামীকাল’

এ ছাড়াও রয়েছে আন্তর্জাতিক সফরের ব্যস্ততা। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিনি যুক্তরাষ্ট্র সফরে যাবেন। নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগোসহ সেখানকার ১০টিরও বেশি শহরে তিনি পারফর্ম করবেন। সব মিলিয়ে, একক কনসার্ট, নতুন গান এবং বিদেশ সফর— এই তিন নিয়েই বাপ্পা মজুমদার এখন দারুণ ব্যস্ত সময় পার করছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0