স্পোর্টস ডেস্ক
ঢাকা: ভারতের মুর্শিদাবাদে ভাগীরথী নদীতে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকায় ফেরার পর মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সাঁতারুদের।
এ সময় মিষ্টিমুখ করিয়ে তাদের অভিনন্দন জানান বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনসহ অন্যান্য কর্মকর্তারা।
৩১ আগস্ট অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ দল মোট ৬টি পদক জিতেছে। এর মধ্যে রয়েছে ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক। পুরুষ ও নারী উভয় বিভাগেই সাফল্য দেখিয়েছেন লাল-সবুজের সাঁতারুরা। শুধু পদকই নয়, হাতে উঠেছে ট্রফিও।
পুরুষদের ৮১ কিলোমিটার দূরপাল্লার সাঁতারে বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জিতেছেন। একই ইভেন্টে তার সতীর্থ মো. নয়ন আলী তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পান। এছাড়া ১৯ কিলোমিটার সাঁতারে ফয়সাল আহমেদ রৌপ্য এবং জুয়েল আহমেদ ব্রোঞ্জ পদক জেতেন।
নারী বিভাগেও বাংলাদেশ সমানভাবে সাফল্য দেখায়। ১৯ কিলোমিটার সাঁতারে সেনাবাহিনীর মুক্তি খাতুন দ্বিতীয় স্থান লাভ করে রৌপ্য পদক জেতেন। তার সঙ্গে নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জেতেন। মোট ১৬ জন সাঁতারু নিয়ে গঠিত বাংলাদেশ দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন সাঁতারুদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই অর্জন বাংলাদেশের সাঁতারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ সাঁতারুদের অনুপ্রাণিত করবে। ”
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0