শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠালো বাংলাদেশ

সকাল ৮টার দিকে এ কে খন্দকার ঘাটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানে ত্রাণসামগ্রী প্রেরণ করা হয়। রাতের মধ্যেই তা আফগানিস্তানে পৌঁছাবে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানুষ নিহত হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ কে খন্দকার ঘাটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানে ত্রাণসামগ্রী প্রেরণ করা হয়। রাতের মধ্যেই তা আফগানিস্তানে পৌঁছাবে।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং ওষুধ। বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন এবং অন্তত ৩ হাজার মানুষ আহত হয়েছেন। প্রায় ৮ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে আফগানিস্তানে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণ সামগ্রী জরুরি ভিত্তিতে পাঠাচ্ছে।

ত্রাণ প্রেরণ কার্যক্রমের সমন্বয় করছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। বেসরকারি খাত থেকেও সহযোগিতা এসেছে—বিজিএমইএ, অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল এই কার্যক্রমে যুক্ত হয়েছে।

বাংলাদেশ এর আগেও আফগানিস্তানের দুর্যোগে সহায়তার হাত বাড়িয়েছে। ২০২২ সালের ভয়াবহ ভূমিকম্পের পরও দেশটিতে ত্রাণ পাঠানো হয়েছিল। এবারও সেই মানবিক ধারাবাহিকতায় নতুন করে সহায়তা পাঠানো হচ্ছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0