সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাসের গ্লাস ভেঙে ভেতরে ঢুকল বাঁশ, নিহত পুলিশ কর্মকর্তাসহ ৩

ভাঙ্গুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

যশোর : যশোর-নড়াইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাঁশ বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা এবং একজন পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সহ মোট তিনজন নিহত হয়েছেন। গতকাল, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে, ট্রাকে থাকা বাঁশের অগ্রভাগ বাসের ভেতরে ঢুকে পড়ে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে।

এতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী,নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ উপ-পরিদর্শক (এসআই) নিক্কন অঢ্য (৩৫) এবং বাসের আরেক যাত্রী আক্তার হোসেন ।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আক্তার হোসেনকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পান। গুরুতর আহত অবস্থায় স্বেচ্ছাসেবক দলের নেতা জাফর আলী এবং পুলিশ কর্মকর্তা নিক্কন অঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে, সেখানে জাফর আলীকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ কর্মকর্তা নিক্কনের অবস্থার অবনতি হলে, তাঁকে ঢাকায় নেওয়ার পথে নড়াইল সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবু জাফরের মৃত্যু হয়েছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0