সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

টায়ার জ্বালিয়ে মহাসড়ক বন্ধ ‘লং মার্চ’ করছেন আন্দোলনকারীরা

“আমরা সকাল থেকে চেষ্টা করেছি যাতে জনগণের ভোগান্তি না হয়। তবে আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে দুইটি মহাসড়ক আটকে দিয়েছে। ফলে এই দুই মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।”

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে, আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও, বেলা ১১টা থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল এবং ঢাকা-খুলনা – দুটি মহাসড়কই অবরোধ করে রেখেছে, যার ফলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও, শত শত মানুষ ‘লং মার্চ টু ভাঙ্গা’ নামে এক বিশাল মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টা থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকায়, বেলা ১১টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল। আন্দোলনকারীরা তখন রাস্তার পাশে ব্যানার হাতে অবস্থান করছিলেন।

কিন্তু বেলা ১১টার দিকে, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণ পাড়ে এক্সপ্রেসওয়ের মুখে টায়ার জ্বালিয়ে এবং ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

একই সময়ে, হামিরদী ও সুয়াদী ইউনিয়ন থেকে শত শত মানুষ ‘লং মার্চ টু ভাঙ্গা’ স্লোগানে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ একটি মিছিল নিয়ে ভাঙ্গা উপজেলা সদরের দিকে রওনা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “আমরা সকাল থেকে চেষ্টা করেছি যাতে জনগণের ভোগান্তি না হয়। তবে আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে দুইটি মহাসড়ক আটকে দিয়েছে। ফলে এই দুই মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।”

ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে, রবিবার থেকে স্থানীয় জনতা তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি পালন করছে। আজ এই কর্মসূচির দ্বিতীয় দিন।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0