বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘পশ্চিমবঙ্গে কি শিল্পী নেই?’ জয়াকে নিয়ে ক্ষুব্ধ ফেডারেশন সভাপতির স্ত্রী

জুঁই বিশ্বাস শুধু একজন সাধারণ নেত্রী নন। তিনি কলকাতা পৌরসভার কাউন্সিলর, ১০ নম্বর বরোর চেয়ারপারসন এবং তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁর স্বামী স্বরূপ বিশ্বাস টালিউড ফেডারেশনের সভাপতি

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’। কিন্তু মুক্তির ঠিক আগেই এক তীব্র বিতর্কের মুখে পড়লেন তিনি। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেত্রী এবং টালিউড শিল্পী ও কলাকুশলীদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের স্ত্রী, জুঁই বিশ্বাস, জয়া আহসানের টালিউডে কাজ করা নিয়ে প্রকাশ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, জয়াকে সুযোগ দিয়ে নির্মাতারা কি ‘দেশবিরোধী’ কাজ করছেন? তাঁর এই বিস্ফোরক মন্তব্যে দুই বাংলার বিনোদন জগতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যে মন্তব্য ঘিরে বিতর্ক: সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে জুঁই বিশ্বাস একটি দীর্ঘ স্ট্যাটাস দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে তিনি লেখেন, “আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে!”

তিনি আরও প্রশ্ন তোলেন, “পশ্চিমবঙ্গের কি কোনো শিল্পী নেই, যারা ওই চরিত্রটি করতে পারত? কেন ভারতীয় জাদুঘরে জয়াকে নিয়ে অ্যালবাম রিলিজ হয়? যারা এসব সুযোগ করে দিচ্ছেন, তারা কি দেশবিরোধী কাজ করছেন না?” এখানেই না থেমে, তিনি বলিউড কর্তৃক পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার উদাহরণ টেনে এনে টালিউডের এই উদারতা নিয়েও প্রশ্ন তোলেন।

ক্ষমতার কেন্দ্রে থেকে আক্রমণ: জুঁই বিশ্বাস শুধু একজন সাধারণ নেত্রী নন। তিনি কলকাতা পৌরসভার কাউন্সিলর, ১০ নম্বর বরোর চেয়ারপারসন এবং তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁর স্বামী স্বরূপ বিশ্বাস টালিউড ফেডারেশনের সভাপতি, যা এই জগতের শিল্পীদের কাজের অনুমতিসহ নানা বিষয় নিয়ন্ত্রণ করে। তাই তাঁর এই মন্তব্যকে অনেকেই টালিউডের অন্দরের রাজনীতির প্রতিফলন হিসেবে দেখছেন।

এক দশকের সফল যাত্রা: উল্লেখ্য, জয়া আহসান এক যুগেরও বেশি সময় ধরে গৌতম ঘোষ, সৃজিত মুখার্জি, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো প্রথম সারির পরিচালকদের সঙ্গে কাজ করে টালিউডে নিজের এক শক্ত অবস্থান তৈরি করেছেন। তাঁর অভিনয় এবং পরিশীলিত উপস্থিতি বরাবরই প্রশংসিত হয়েছে। ঠিক সেই মুহূর্তে, তাঁর নতুন সিনেমার মুক্তির আগে এমন প্রকাশ্য আপত্তি এবং ‘দেশবিরোধী’ কাজের মতো গুরুতর অভিযোগ আনাকে অনেকেই উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

এই বিষয়ে জয়া আহসান বা টালিউডের অন্য শিল্পীরা এখনও কোনো প্রতিক্রিয়া না দিলেও, এই বিতর্ক যে আরও বড় আকার নিতে চলেছে, তা ইতিমধ্যেই স্পষ্ট।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0