এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিনি অস্কার বিজয়ী, হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ থেকে ‘ডেভিল ওয়েয়ার্স প্রাডা’ কিংবা ‘ইন্টারস্টেলার’— দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। কিন্তু এই সাফল্যের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ংকর অধ্যায়। সম্প্রতি অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে জানিয়েছেন, ২০১৩ সালে ‘লেস মিজারেবলস’-এর জন্য অস্কার জেতার পরই তাঁর ক্যারিয়ার প্রায় শেষ হতে বসেছিল।
ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান হ্যাথওয়ে বলেন, অস্কার জয়ের পর জনমত হঠাৎই তাঁর বিরুদ্ধে চলে যায়। অনলাইনে তাঁকে নিয়ে ব্যাপক উপহাস এবং ঘৃণা ছড়ানো শুরু হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, একবার তিনি গুগলে নিজের নাম লিখে সার্চ করার পর শীর্ষে থাকা একটি প্রতিবেদনের শিরোনাম দেখতে পান: “সবাই কেন অ্যান হ্যাথওয়েকে ঘৃণা করে?”
তিনি বলেন, “এরপর থেকে অনেক নির্মাতা আমাকে নিয়ে কাজ করতে ভয় পেতেন। কারণ তারা এতটাই চিন্তিত ছিলেন যে, আমার পরিচয় অনলাইনে কতটা বিষাক্ত হয়ে উঠেছে।”
যখন প্রায় সব নির্মাতাই তাঁকে এড়িয়ে চলছিলেন, তখন দেবদূতের মতো তাঁর পাশে এসে দাঁড়ান ‘ওপেনহাইমার’ খ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান। অ্যান বলেন, “নোলানের মধ্যে একজন দেবদূতের বসবাস ছিল। তিনি অনলাইনে আমাকে নিয়ে কী হচ্ছে এটা নিয়ে মাথা ঘামাতেন না।”
নোলান তাঁকে তাঁর মহাকাশ মহাকাব্য ‘ইন্টারস্টেলার’ (২০১৪)-এ নাসার বিজ্ঞানী ডক্টর অ্যামেলিয়া ব্র্যান্ডের মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্বাচিত করেন। এর আগে ২০১২ সালেও তিনি নোলানের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এ অভিনয় করেছিলেন। নোলানের এই সহযোগিতাই অ্যানকে সেই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে এবং আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করে।
সেই কঠিন সময় পেরিয়ে অ্যান হ্যাথওয়ে আজ হলিউডের অন্যতম সফল এবং ধনী তারকা। জানা গেছে, তাঁর সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ১৫ মিলিয়ন ডলার, যা তিনি ২০২০ সালের ‘দ্য উইচেস’ সিনেমার জন্য নিয়েছিলেন। সেলেব্রিটি নেট ওয়ার্থ অনুসারে, তাঁর মোট সম্পদ এখন প্রায় ৮০ মিলিয়ন ডলার।
বর্তমানে তিনি মেরিল স্ট্রিপের সঙ্গে ‘ডেভিল ওয়েয়ার্স প্রাডা-২’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। অপমান এবং সমালোচনাকে জয় করে কীভাবে শীর্ষে টিকে থাকতে হয়, অ্যান হ্যাথওয়ের ক্যারিয়ার যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0