এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তাঁর সুরে ‘কবির সিং’-এর মতো সুপারহিট অ্যালবাম মেতেছে গোটা দেশ। ১২৬টি গানের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। পারিবারিক পরিচয়ের বাইরে নিজের যোগ্যতায় বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন তিনি। কিন্তু পেশাগত জীবনে সফল হলেও, ব্যক্তিগত জীবনে এক গভীর আক্ষেপ আর কষ্ট বয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী অমল মালিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার এক হৃদয়বিদারক গল্প শুনিয়েছেন, যা তাঁর মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলেছিল।
যেভাবে ভেঙেছিল ৫ বছরের প্রেম: অমল জানান, ২০১৪ সাল থেকে তিনি একটি সম্পর্কে ছিলেন। কিন্তু তাঁর ধর্মের কারণে প্রেমিকার বাবা-মা প্রথম থেকেই এই সম্পর্ক মেনে নেননি। দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁরা এই বাধা অতিক্রম করার চেষ্টা করলেও, শেষরক্ষা হয়নি। ২০১৯ সালে তাঁর প্রেমিকার পরিবার যখন অন্য জায়গায় তাঁর বিয়ে ঠিক করে, তখন প্রেমিকা তাঁকে এক কঠিন শর্ত দেন।
প্রেমিকা তাঁকে বলেছিলেন, “যদি বিয়ে আটকাতে চান তা হলে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে।” কিন্তু অমলের পক্ষে সেই চরম পদক্ষেপ নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর তার ফলেই ভেঙে যায় তাঁদের দীর্ঘদিনের ভালোবাসা।
অবসাদ এবং মানসিক যন্ত্রণা: প্রেমিকার সঙ্গে এই বিচ্ছেদ তাঁকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল বলে জানান অমল। মাসকয়েক আগেই তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি অবসাদে ভুগছেন এবং একটা সময় তার জন্য তিনি নিজের বাবা-মাকেও দায়ী করেছিলেন। এবার তাঁর এই মন ভাঙার গল্প প্রকাশ্যে আসায়, অনেকেই ধারণা করছেন, তাঁর অবসাদের পেছনে এই বিচ্ছেদ একটি বড় কারণ ছিল।
সব মিলিয়ে, একজন সফল শিল্পীর খ্যাতির আড়ালের এই ব্যক্তিগত যন্ত্রণা এবং ভালোবাসার অপূর্ণ পরিণতির গল্প তাঁর ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0