এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: নিজের নাম, ছবি এবং পরিচয়ের বাণিজ্যিক অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা অশ্লীল ও বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি তাঁর ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
গত,মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি হয়। ঐশ্বরিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ শেঠি আদালতে জানান:
বাণিজ্যিক লাভের জন্য ব্যাপকভাবে অভিনেত্রীর পরিচয় অপব্যবহার করা হচ্ছে। মগ, টি-শার্টসহ নানা পণ্যে তাঁর নাম ও ছবি অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে।
‘ঐশ্বরিয়া নেশন ওয়েলথ’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান তাদের নথিতে মিথ্যাভাবে ঐশ্বরিয়াকে চেয়ারম্যান হিসেবে দেখিয়েছে, যার সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পর্কই নেই।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, AI ব্যবহার করে অভিনেত্রীর অশ্লীল এবং বিকৃত ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে, যা তাঁর মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করছে।
বিচারপতি তেজস ক্যারিয়ারের বেঞ্চ বিষয়টি শোনার পর, এই ধরনের অপব্যবহার রুখতে একটি নিষেধাজ্ঞা জারি করার ইঙ্গিত দিয়েছে। আদালত জানিয়েছে, ঐশ্বরিয়া রায় বচ্চনের ব্যক্তিত্বের অধিকার অবশ্যই রক্ষা করা উচিত।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট ইউআরএল (URL) সরবরাহ করা হলে, তারা আপত্তিকর কনটেন্টগুলো সরিয়ে দেবে।
মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১৫ জানুয়ারি। ঐশ্বরিয়া রাই বচ্চনের এই পদক্ষেপটি ভারতে ‘পার্সোনালিটি রাইটস’ এবং AI-এর অপব্যবহার নিয়ে এক নতুন এবং গুরুত্বপূর্ণ বিতর্কের সূচনা করল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0