এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: হলিউড সুপারস্টার টম ক্রুজ এবং ‘ব্লন্ড’ খ্যাত অভিনেত্রী অ্যানা দে আরমাসের প্রেমের গুঞ্জন এখন আরও জোরালো হলো। কয়েক সপ্তাহ আগে বিলাসবহুল ইয়টে একসঙ্গে ছুটি কাটানোর পর, এবার তাঁদেরকে লন্ডনে এক হেলিকপ্টার থেকে নামতে দেখা গেছে। যদিও তাঁরা বরাবরই নিজেদের ‘সহকর্মী’ বলে দাবি করে আসছেন, কিন্তু তাঁদের এই ঘন ঘন সাক্ষাৎ এবং ঘনিষ্ঠতা এক ভিন্ন গল্পেরই ইঙ্গিত দিচ্ছে।
গত শুক্রবার (২৫ জুলাই) লন্ডনে একটি হেলিকপ্টার থেকে একসঙ্গে নামেন টম ও অ্যানা। তাঁদের সঙ্গে ছিল অ্যানার দুই পোষ্য কুকুর, এলভিস ও সাশা। এই বছরের ফেব্রুয়ারিতে লন্ডনেই প্রথম তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, যখন দুজনকে একসঙ্গে রাস্তায় হাঁটতে দেখা যায়। এবার হেলিকপ্টারে তাঁদের একসঙ্গে উপস্থিতি সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।
টম ও অ্যানা দুজনেরই দাবি, ডগ লিমানের সুপারন্যাচারাল ছবি ‘ডিপার’-এ তাঁরা একসঙ্গে অভিনয় করবেন এবং সেই কাজের সূত্রেই তাঁদের বারবার দেখা হচ্ছে। তবে তাঁদের পর্দার বাইরের রসায়ন দেখে অনেকেই মনে করছেন, এটি শুধু কাজের সম্পর্ক নয়। এর আগে জুনে টম ক্রুজ অ্যানার অভিনীত ছবি ‘ব্যালেরিনা’র ভূয়সী প্রশংসা করেছিলেন। উত্তরে অ্যানা বলেছিলেন, “তাঁর মতো একজন মানুষ যখন আমার ছবিকে উৎসাহ দেয়, এটা ভীষণ আনন্দের এবং গর্বের।”
উল্লেখ্য, টম ক্রুজ অতীতে তিনবার বিয়ে করেছেন। অভিনেত্রী মিমি রজারস, নিকোল কিডম্যান এবং কেটি হোমস— কারও সঙ্গেই তাঁর দাম্পত্য টেকেনি। দীর্ঘদিন একা থাকার পর, ৬২ বছর বয়সী টমের সঙ্গে ৩৫ বছর বয়সী অ্যানার এই নতুন সম্পর্ক নিয়ে হলিউডে এখন চলছে জোর আলোচনা। ভক্তরা এখন শুধু তাঁদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0