এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা, রাজকুমারী শেখা মাহরা অবশেষে তাঁর নতুন প্রেমের কথা ঘোষণা করলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র্যাপার ফ্রেঞ্চ মনটানার সঙ্গে বাগদান সেরেছেন। প্রথম স্বামীর সঙ্গে নাটকীয় বিচ্ছেদের কিছুদিন পরই, রাজকুমারীর জীবনের এই নতুন অধ্যায় বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
টিএমজেড এবং এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শেষের দিকে শেখ মাহরা এবং ৪০ বছর বয়সী ফ্রেঞ্চ মনটানাকে প্রথমবার একসঙ্গে দেখা যায়, যখন রাজকুমারী তাঁকে দুবাই ভ্রমণে নিয়ে গিয়েছিলেন। এরপর মরক্কো, দুবাই এবং প্যারিসের বিভিন্ন স্থানে তাঁদের একসঙ্গে দেখা যেতে থাকে। প্যারিসের ফ্যাশন ইভেন্টগুলোতে হাত ধরাধরি করে হাঁটার মাধ্যমে তাঁদের সম্পর্ক আরও স্পষ্ট হয়। অবশেষে, গত জুনে প্যারিস ফ্যাশন উইকের সময় ফ্রেঞ্চ মনটানার পক্ষ থেকে তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসে।
এর আগে, ২০২৩ সালের মে মাসে শেখ মাহরা তাঁর প্রথম স্বামী, শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেছিলেন এবং তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। কিন্তু বিয়ের কিছুদিন পরই তাঁদের সম্পর্কে ভাঙন ধরে।
শেখ মাহরা তাঁর ইনস্টাগ্রামে এক পোস্টে স্বামীকে ট্যাগ করে লিখেছিলেন, “প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্য সম্পর্কে ব্যস্ত, আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি।” এরপর তিনি তাঁর নিজস্ব ব্র্যান্ড ‘মাহরা এম১’-এর অধীনে ‘ডিভোর্স’ নামে একটি নতুন পারফিউম লাইনও বাজারে আনেন, যা নিয়ে তুমুল আলোচনা হয়।
শেখ মাহরা যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। অন্যদিকে, ফ্রেঞ্চ মনটানার আসল নাম কারিম খারবুশ এবং তিনি ‘আনফরগেট্যাবল’-এর মতো জনপ্রিয় গানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাঁরও আগে একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তাঁর এক পুত্রসন্তান রয়েছে।
রাজকুমারী এবং র্যাপারের এই অপ্রত্যাশিত প্রেম এবং বাগদান এখন বিশ্বের অন্যতম চর্চিত বিষয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0