এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘আউটার ব্যাংকস’-এ সারাহ ক্যামেরন চরিত্রে অভিনয় করে যিনি বিশ্বজুড়ে তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সেই মডেল-অভিনেত্রী ম্যাডেলিন ক্লাইন এবার পা রাখলেন বড় পর্দায়। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’। এই ছবির মাধ্যমে তিনি ওটিটির গণ্ডি পেরিয়ে সিনেমায় নিজের ছাপ রাখতে চান। ছবিটি আগামী শুক্রবার ঢাকায়ও মুক্তি পাবে।
খ্যাতির সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই:
মাত্র ২৭ বছর বয়সেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন ম্যাডেলিন। তবে এই খ্যাতির সঙ্গে এখনও তিনি পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। সম্প্রতি ‘টিন ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বরাবরই অন্তর্মুখী। নিজেকে এখনো ছোট শহরের একটা সাধারণ মেয়ে বলেই মনে করি। এত ভক্ত–অনুসারী, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা আমার জন্য একটু অস্বস্তির।”
‘আউটার ব্যাংকস’ এবং সারাহ ক্যামেরন:
অভিনেত্রী স্বীকার করেন, ‘আউটার ব্যাংকস’ সিরিজটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং তাঁকে অভিনেত্রী হিসেবে পরিণত করেছে। তিনি বলেন, “সারাহ ক্যামেরনের চরিত্রটি সময়ের সঙ্গে সঙ্গে নানা মানসিক ধাক্কার ভেতর দিয়ে পরিণত হয়েছে... সারাহর সঙ্গে আমিও ছুটে চলি।” তিনি আরও জানান, সিরিজটি পঞ্চম মৌসুমে শেষ হয়ে গেলেও, সারাহ চরিত্রটি তাঁর সঙ্গে হয়তো সারাজীবন থেকে যাবে।
হরর সিনেমায় অভিষেক:
আশ্চর্যজনক হলেও সত্যি, ম্যাডেলিন ক্লাইন হরর সিনেমা পছন্দ করেন না। তবু কেন তিনি ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’-এর মতো একটি হরর সিনেমায় অভিনয় করলেন? উত্তরে তিনি বলেন, “হররের চেয়ে আমি সাইকোলজিক্যাল থ্রিলার বেশি পছন্দ করি। তবে এ ছবি তো আইকনিক! নব্বইয়ের দশকের আলোচিত এই ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব ফিরিয়ে দেওয়া তাই কঠিন ছিল।”
সিনেমাটি মুক্তির পর সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, ম্যাডেলিনের পারফরম্যান্স সবার কাছেই প্রশংসিত হয়েছে। জেনিফার কেটিন রবিনসন পরিচালিত এই সিনেমায় তাঁর অভিনয় প্রমাণ করে, তিনি শুধু ওটিটির তারকা নন, বড় পর্দার জন্যও তিনি প্রস্তুত।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0