বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

গৃহকর্মীর ভালোবাসায় সিক্ত অভিনেত্রী সাফা কবির

“এই সুন্দর নোটটি এসেছে আমার হেল্পিং হ্যান্ড (গৃহকর্মী) সানজিদার কাছ থেকে। সে আমাকে এই ফুলটি দিয়েছে, একটি কাগজ নিয়েছে আর তাতে আমার সম্পর্কে কিছু সুন্দর কথা লিখেছে- রঙের মাধ্যমে প্রকাশ করেছে তার ভালোবাসা। যখন আমি এটি দেখলাম, আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের জন্মদিন ছিল গত ২৯ আগস্ট। বিশেষ এই দিনে তিনি বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা ও উপহার পেয়েছেন। কিন্তু সব দামী উপহারকে ছাপিয়ে, তাঁর হৃদয় ছুঁয়ে গেছে তাঁরই বাড়ির গৃহকর্মী সানজিদার দেওয়া এক ছোট্ট একটা উপহার। সানজিদার কাছ থেকে পাওয়া একটি ফুল এবং হাতে লেখা একটি নোটকেই তিনি তাঁর জীবনের ‘ অন্যতম সেরা জন্মদিনের উপহার’ বলে অভিহিত করেছেন।

সাফা কবির তাঁর ফেসবুকে সানজিদার দেওয়া সেই নোট এবং ফুলের ছবি শেয়ার করেছেন। সানজিদা একটি সাদা কাগজে রঙিন কালিতে সাফার প্রতি তাঁর ভালোবাসা এবং শুভকামনা প্রকাশ করেছেন।

এই উপহারটি পেয়ে আবেগাপ্লুত হয়ে সাফা কবির লেখেন, “এই সুন্দর নোটটি এসেছে আমার হেল্পিং হ্যান্ড (গৃহকর্মী) সানজিদার কাছ থেকে। সে আমাকে এই ফুলটি দিয়েছে, একটি কাগজ নিয়েছে আর তাতে আমার সম্পর্কে কিছু সুন্দর কথা লিখেছে- রঙের মাধ্যমে প্রকাশ করেছে তার ভালোবাসা। যখন আমি এটি দেখলাম, আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।”

তিনি আরও যোগ করেন, “আমি ভীষণ খুশি হয়েছি যে, কেউ আমার প্রতি এভাবে অনুভব করে। আমি সত্যিই এটি ভালোবাসি এবং নিজেকে ধন্য মনে করছি। এটি আমার পাওয়া জন্মদিনের অন্যতম সেরা উপহার।”

সাফা কবিরের এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্ত এবং অনুরাগীরা সানজিদার এই নিঃস্বার্থ ভালোবাসার প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন, এই ঘটনা প্রমাণ করে, মানুষের আসল ভালোবাসা আসে কোনো দামী উপহার থেকে নয়, বরং আসে নিঃস্বার্থ সম্পর্ক থেকেই।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0