এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: আমেরিকার বিনোদন জগতে নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা, কবি ও সংগীতশিল্পী ম্যালকম জামাল ওয়ার্নার আর নেই। গত ২০ জুলাই কোস্টারিকায় পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সময় সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে তীব্র স্রোতে ভেসে গিয়ে পানিতে ডুবে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। গতকাল সোমবার (২১ জুলাই) রয়টার্স তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যালকম ওয়ার্নার তাঁর পরিবারের সঙ্গে কোস্টারিকার ক্যারিবীয় উপকূলের লিমোন প্রদেশের প্লায়া গ্রান্দে সমুদ্রসৈকতে ছুটি কাটাচ্ছিলেন। স্থানীয় সময় রবিবার বেলা আড়াইটার দিকে তিনি সাঁতার কাটার সময় হঠাৎই এক প্রবল স্রোতের কবলে পড়েন এবং গভীর সমুদ্রের দিকে ভেসে যান। পরবর্তীতে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
ম্যালকম জামাল ওয়ার্নার বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন ১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্প্রচারিত আমেরিকান টিভি সিরিজ ‘দ্য কসবি শো’-তে থিও হাক্সটেবল চরিত্রে অভিনয় করে। নিউ ইয়র্কের এক কৃষ্ণাঙ্গ মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে ‘থিও’র চরিত্রে তাঁর সাবলীল অভিনয় তাঁকে সেই সময়ের তরুণদের আইকনে পরিণত করেছিল।
তবে তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না, ছিলেন একজন বিশিষ্ট কবি ও গ্র্যামি পুরস্কার বিজয়ী মিউজিশিয়ানও। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে তিনি ‘ম্যালকম অ্যান্ড এডি’, ‘রিড বিটুইন দ্য লাইনস’ ও ‘দ্য রেসিডেন্ট’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো-তে অভিনয় করেছেন এবং একাধিক মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন। তাঁর ‘হাইডিং ইন প্লেইন ভিউ’ অ্যালবামটি গ্র্যামির মনোনয়ন লাভ করেছিল।
১৯৭০ সালে নিউ জার্সিতে জন্মগ্রহণ করা ওয়ার্নারের নামকরণ করা হয়েছিল কিংবদন্তি ম্যালকম এক্স এবং জ্যাজ পিয়ানোবাদক আহমেদ জামালের নামে। মাত্র নয় বছর বয়সে অভিনয় জগতে পা রাখা এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে হলিউডসহ বিশ্বজুড়ে তাঁর অগণিত ভক্ত ও সহকর্মীরা শোক প্রকাশ করছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0