বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: চলতি বছর আজ বেলা ১১টা পর্যন্ত পবিত্র হজ পালনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৭৪ হাজার ৩১৬ জন। আজ বৃহস্পতিবার সকালে হজ বিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা জানান, ২৯ মে বেলা ১১টা পর্যন্ত ৭৪ হাজার ৩১৬ জন হজ যাত্রী সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে গেছেন। বাকি হজযাত্রীরা ১ জুনের মধ্যে সৌদি আরব পৌঁছাবেন।
তিনি বলেন, হজের বিমান ভাড়া অত্যাধিক বেশি, এ বিষয়ে বাংলাদেশ বিমান, সাউদিয়া ও সংশ্লিষ্ট সাথে কয়েক দফা মাতবিনিময় করে গত বছরের তুলনায় ২৬ হাজার ৯৮০ টাকা কমানো হয়েছে।
আ ফ ম খালিদ হোসেন বলেন, এজেন্সিগুলোর দুর্নীতি কমাতে মূল্যায়ন ভিত্যিতে আগামী বছর থেকে এজেন্সি নির্ধারণ করা হবে।
তিনি জানান, এখন পর্যন্ত হজে গিয়ে মারা গেছেন ১২ জন। হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন। মোট ৮৬ হাজার ৯৫৯ জন হজে যাচ্ছেন। বাকিরা ভিসা জটিলতায়,বয়স কম বা অসুস্থ থাকায় যাচ্ছে না।
আগামী বছর থেকে হজে সরকারি ভর্তুকির পাশাপাশি সরকার জাহাজে হজযাত্রার চেষ্টা করছে বলেও জানান, ধর্ম উপদেষ্টা।
বাংলাফ্লো/আফি
Comments 0