বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘যারা আমার পরিচয় মুছে ফেলতে চায়’

এক গ্রাম্য চিকিৎসকের গল্প, নিজ অঞ্চল দখলের ফলে যিনি নিজের পরিচয় হারিয়ে ফেলেছেন।

আমির ফাখের

বাংলাফ্লো বিনোদন ডেস্ক

ঢাকা:  জন্ম ইউক্রেনে হলেও আমির ফাখের এলদিনের পিতৃভূমি সিরিয়ার শহর গোলান হাইটস। এটি এখন ইসরায়েলের দখলে। নিজ দেশে ফিরতে না পারার কষ্ট সেলুলয়েডে ফুটিয়ে তুলেছেন তিনি। নির্বাসন নিয়ে চার বছর আগে শুরু করেন ত্রয়ী সিনেমা নির্মাণের কাজ। ইতিমধ্যে নির্মাণ করেছেন দুটি ছবি। তৃতীয় ছবির কাজও শুরু হয়েছে।

২০২১ সালে ট্রিলজির প্রথম ছবি ‘দ্য স্ট্রেঞ্জার’ নির্মাণ করেন আমির ফাখের এলদিন।

এটি আদনান নামের এক গ্রাম্য চিকিৎসকের গল্প, নিজ অঞ্চল দখলের ফলে যিনি নিজের পরিচয় হারিয়ে ফেলেছেন। ছবিটির শুরুতেই উঠে আসে তাঁর দেশ ছাড়ার টানাপোড়েন। ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়।

ছবিটি ২০২১ সালে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট আরব ফিল্ম পুরস্কার’ ও শাদি আবদেল-সালাম পুরস্কার (আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্র) অর্জন করে। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে জিতে নেয় সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার। ছবিটি ফিলিস্তিনের হয়ে ৯৪তম অস্কারেও জমা পড়ে।

চলতি বছর এলদিন নির্মাণ করেন ট্রিলজির দ্বিতীয় ছবি ‘ইউনান’। এখানে মুনির নামের এক সিরীয় লেখকের গল্প উঠে এসেছে, যিনি জার্মানির মাটিতে নির্বাসনের বেদনা বয়ে বেড়ান। ছবিটি এ বছরের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমালোচকদের প্রশংসা পায়। ইউনান সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবের তহবিল পেয়েছে। আগামী ডিসেম্বরে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর আরব প্রিমিয়ার হবে।

এই ট্রিলজি নির্মাণে এলদিনের উদ্দেশ্য ছিল নির্বাসনের কষ্টকে কেবল ভাবনায় নয়, জীবন্ত করে তোলা। তাঁর কথায়, শরণার্থী হওয়ার গল্প আমরা অনেক শুনি। কিন্তু নির্বাসনের পর মানুষের মনের যে নিঃসঙ্গতা আর ভেতরে যে যুদ্ধ শুরু হয়, এর কথা কমই বলা হয়।

ইতোমধ্যে ট্রিলজির শেষ ছবি ‘নস্টালজিয়া: আ ফার্স্ট চ্যাপ্টার্স টেল’-এর চিত্রনাট্যের কাজ শেষ করেছেন এলদিন। সেখানে এক খ্যাতিমান আরব অপেরা গায়কের জন্মভূমিতে ফেরার করুণ গল্প উঠে আসবে। যিনি হঠাৎ গান গাওয়ার শক্তি হারিয়ে ফেলেন।

এলদিনকে অর্থায়নের প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। তবে এ প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। এলদিন বলেন, এমন কোনো শাসনের অধীন আমি থাকতে চাই না, যারা আমার পরিচয় মুছে ফেলতে চায়।

তথ্যসূত্র: আরব নিউজ

বাংলাফ্লো/এসএস

Leave a Comment

Comments 0