টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর জেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুরের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)। এর মধ্যে নিহত সিরাজী কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের মোয়াজ্জিন ছিলেন। আর হাবিবুর একই মসজিদের ইমাম। এছাড়া তারা বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসার শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, ভোরে আজান দেওয়ার জন্য মাদরাসা থেকে তারা মোটরসাইকেলে করে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। জেবি