শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শুষ্ক থাকবে আবহাওয়া, রাতেও বাড়বে গরম

সারাদেশে দিনের তাপমাত্রা ক্রমশ বেড়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সর্বোচ্চ। আবহাওয়া অফিস বলছে, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাবে।

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে দিনের তাপমাত্রা ক্রমশ বেড়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সর্বোচ্চ। আবহাওয়া অফিস বলছে, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

একই সময়ে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামীকাল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছিল রংপুর বিভাগের রাজারহাটে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি।

জেবি