মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

পরীর সন্তানেরা অসুস্থ্য, চেয়েছেন দোয়া

শ্বাসকষ্ট কিছুটা কমলেও তার জ্বর এখনো উচ্চমাত্রার এবং শরীরে ব্যথা রয়েছে। চিকিৎসকরা আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ঢালিউড অভিনেত্রী পরীমনির পরিবারে নেমে এসেছে এক ভয়াবহ স্বাস্থ্য সংকট। তাঁর মেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে। অন্যদিকে, ছেলে পদ্মর শরীরেও তীব্র জ্বর এবং পরীমনি নিজেও উচ্চমাত্রার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে পুরো পরিবারের এমন অসুস্থতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। 

সোমবার (১৮ আগস্ট) রাতে পরীমনি ফেসবুকে জানান, তার মেয়ে আইসিইউতে ভর্তি, ছেলে পদ্মের জ্বর ১০২ ডিগ্রি এবং তার নিজস্ব জ্বর ১০৩.৫ ডিগ্রি, সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট রয়েছে।

এর আগে ‎সোমবার সকালে এক পোস্টে অভিনেত্রী লেখেন, বাসার সবার জ্বর।

উল্লেখ্য, রোববার (১৭ আগস্ট) সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে হাসপাতালে যান পরী। সঙ্গে নেন তার ছেলেকেও। চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

পরীমনির ঘনিষ্ঠজন জানিয়েছেন, শ্বাসকষ্ট কিছুটা কমলেও তার জ্বর এখনো উচ্চমাত্রার এবং শরীরে ব্যথা রয়েছে। চিকিৎসকরা আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন।

নিজের ভেরিফাইড ফেসবুকে ছেলের অসুস্থতার কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। ছেলের অসুস্থতার একটি ছবি পোস্ট করে বলেছিলেন, ১০২ ডিগ্রি জ্বরে ভুগছে পদ্ম। সে সময় ভক্তদের ছেলের অসুস্থতার কথা জানালেও মেয়ে এবং নিজের অসুস্থতা জানাননি তিনি। 

গত ১০ আগস্ট ছিল পরীমনির ছেলের তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি।

ওই দিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমনি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন। ধারণা করা হচ্ছে, সেদিন ভাইরাস আক্রান্ত কোনো অতিথি জ্বরের জীবাণু নিয়ে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন।

এদিকে কঠিন এই সময়ে ভক্তদের দোয়া কামনা করেছেন অভিনেত্রী। 

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0