সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

এ কাবিলা, তোর ইভা কিন্তু মোর লগে—মিশু সাব্বির

ঠিক একদিন আগেই মিশু সাব্বির ‘অন্তরা’ খ্যাত ফারিয়া শাহরিনের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, “অন্তরা যখন বিদেশ ঘুরে শুভর সঙ্গে।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘শুভ’ খ্যাত অভিনেতা মিশু সাব্বির বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং সেখান থেকে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। গতকাল, শনিবার, ‘অন্তরা’ খ্যাত ফারিয়া শাহরিনের সঙ্গে ছবি পোস্ট করে ভক্তদের মধ্যে আলোড়ন ফেলেছিলেন। এবার সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই, তিনি নতুন ছবি পোস্ট করেছেন আরেক জনপ্রিয় চরিত্র ‘ইভা’ খ্যাত পারসা ইভানার সঙ্গে!

আজ রবিবার, মিশু সাব্বির তাঁর ফেসবুক পেজে পারসা ইভানার সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন। ছবিগুলোতে তাঁদের দুজনকে বেশ হাসিখুশি এবং প্রাণবন্ত দেখাচ্ছে।

তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে ক্যাপশন। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর আরেক জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’কে (জিয়াউল হক পলাশ) উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “এ কাবিলা, তোর ইভা কিন্তু মোর লগে…”

মিশুর এই পোস্টে মুহূর্তেই হাসির রোল পড়ে গেছে। ভক্তরা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর স্মৃতিতে ভেসে যাচ্ছেন এবং এই অপ্রত্যাশিত পুনর্মিলনী দারুণ উপভোগ করছেন।

উল্লেখ্য, ঠিক একদিন আগেই মিশু সাব্বির ‘অন্তরা’ খ্যাত ফারিয়া শাহরিনের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, “অন্তরা যখন বিদেশ ঘুরে শুভর সঙ্গে।” মালয়েশিয়ায় গিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দুই জনপ্রিয় নারী চরিত্রের সঙ্গেই ছবি পোস্ট করে, মিশু সাব্বির এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভক্তরা এখন মজা করে বলছেন, “শুভ ভাইয়ের তো দেখি ভাগ্য খুলে গেছে!” অনেকেই আবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে তাঁদের সবাইকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0