সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সৎ থাকলে কোনো শক্তি আটকাতে পারবে না—নুসরাত ফারিয়া

“ওইটার (গ্রেপ্তার) পর এটা আমার প্রথম সাক্ষাতকার। আমি কোথাও কথা বলিনি। এমন না যে আমি কথা বলতে চাইনি। আমি এখনো কথার জন্য মানসিকভাবে প্রস্তুত নই।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: গত মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও, গত চার মাস ধরে এই দুঃসহ অভিজ্ঞতা নিয়ে তিনি কোনো কথা বলেননি। 

অবশেষে, নিউইয়র্কভিত্তিক বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে, তিনি তাঁর গ্রেপ্তার এবং কারাবাসের অভিজ্ঞতা নিয়ে প্রথমবারের মতো বিস্তারিতভাবে মুখ খুললেন।

সাক্ষাৎকারে ফারিয়া বলেন, “এ রকম কিছু হবে আশা করিনি। কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। ...যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাঘুরি... এই ছোট ছোট জিনিস নিয়ে যে খুশি তার জীবনে এত জটিলতা!”

তিনি আরও যোগ করেন, “ওইটার (গ্রেপ্তার) পর এটা আমার প্রথম সাক্ষাতকার। আমি কোথাও কথা বলিনি। এমন না যে আমি কথা বলতে চাইনি। আমি এখনো কথার জন্য মানসিকভাবে প্রস্তুত নই।”

এই কঠিন অভিজ্ঞতা তাঁকে জীবনের এক বড় শিক্ষা দিয়েছে বলে জানান ফারিয়া। তিনি বলেন, “পুরো ঘটনাটা আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, কোনো কিছুই স্থায়ী নয়। জীবন খুবই অস্থায়ী, অনিশ্চয়তা ভরা।”

তিনি আরও বলেন, “তুমি যদি সৎ থাকো তাহলে পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। তোমাকে বিপদের সম্মুখীন করবে কিন্তু সেই বিপদ থেকে সৃষ্টিকর্তা নিজেই তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবেন। এটা আমার জীবন থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা।”

এই দুঃসময়ে পাশে থাকার জন্য ফারিয়া তাঁর ভক্ত, গণমাধ্যমকর্মী এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শিল্পী নুসরাত ফারিয়া হিসেবে আমার মনে হয় না এর থেকে বড় অর্জন পাওয়ার আছে।”

উল্লেখ্য, গ্রেপ্তারের মাত্র ১০-১৫ দিন পর থেকেই নুসরাত ফারিয়া আবারও শুটিংয়ে ফিরেছিলেন। তাঁর এই দৃঢ় মনোবল এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি অনেকের কাছেই অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

প্রথমবার আইটেম গানে সামিরা খান মাহি
১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৩৩ বিকাল
আমির খানের ভাইরাল আর্টিকেলটি কি ভুয়া?
১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:২৪ দুপুর
শহীদ মিনারে ‘লালনকন্যা’কে শেষ শ্রদ্ধা
১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৩০ দুপুর
Leave a Comment

Comments 0