সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আমির খানের ভাইরাল আর্টিকেলটি কি ভুয়া?

‘কুলি’ ছবিতে ‘দহ’ নামের ক্যামিও চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে আমির খান নিজেই বলেছিলেন, কিংবদন্তি রজনীকান্তের সঙ্গে অভিনয় করে তিনি নিজেকে ধন্য মনে করছেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: রজনীকান্ত অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘কুলি’-তে বলিউড সুপারস্টার আমির খানের ক্যামিও উপস্থিতি দর্শকদের জন্য এক বিরাট চমক ছিল। কিন্তু সম্প্রতি একটি আর্টিকেলের সূত্র ধরে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায়, আমির খান নাকি ‘কুলি’-তে অভিনয় করাটাকে তাঁর জীবনের এক ‘বড় ভুল’ বলে মন্তব্য করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই যখন তোলপাড় শুরু হয়, ঠিক তখনই এই ভিত্তিহীন গুঞ্জনে জল ঢালল ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর টিম।

আমির খানের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এমন কোনো মন্তব্য কোথাও করেননি। এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন একটি খবর।

এর আগে, ‘কুলি’ ছবিতে ‘দহ’ নামের ক্যামিও চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে আমির খান নিজেই বলেছিলেন, কিংবদন্তি রজনীকান্তের সঙ্গে অভিনয় করে তিনি নিজেকে ধন্য মনে করছেন।

ছবিতে তাঁর ফার্স্ট লুকটিও ব্যাপক প্রশংসিত হয়েছিল। সাদা-কালো ছবিতে চোখে সানগ্লাস এবং মুখে চুরুট নিয়ে তাঁর ‘রাফ অ্যান্ড টাফ’ লুকটি দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট মুক্তি পাওয়া রজনীকান্ত অভিনীত ‘কুলি’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির পর থেকে এখন পর্যন্ত ছবিটি বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে।

সব মিলিয়ে, আমির খানের টিমের এই দ্রুত প্রতিক্রিয়ার ফলে, একটি বড় বিতর্ক তৈরি হওয়ার আগেই তা থেমে গেল।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0