সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মৃত্যুর ৫ বছর পর এন্ড্রু কিশোরকে আয়কর পরিশোধের চিঠি!

আমাদের অফিশিয়াল রেকর্ডেও তিনি যে মৃত তা নেই। তাই এটা এখনো বকেয়া হিসেবে আছে, সে জন্যই এই চিঠি পাঠানো।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: মৃত্যুর পাঁচ বছর পরেও আয়কর বিভাগের খাতায় ‘বকেয়া’ রয়ে গেছে ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের নাম। সম্প্রতি কর অঞ্চল-১২ থেকে প্রয়াত এই কিংবদন্তি শিল্পীর নামে ৭২ হাজার ৮০৩ টাকা কর পরিশোধের জন্য একটি চিঠি পাঠানো হয়েছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও বিস্ময়।

এই বিষয়ে কর অঞ্চল-১২-এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ একটি গণমাধ্যমকে বলেন, “এটা আমাদের নিয়মিত কাজ। এন্ড্রু কিশোরের কাছে পাওনার দায়ভার তার উত্তরাধিকার যারা আছেন, তাদের ওপর বর্তাবে।”

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, “তার উত্তরাধিকারদের কেউ আমাদের লিখিতভাবে জানাননি, তার বকেয়া কে বা কারা পরিশোধ করবেন। আমাদের অফিশিয়াল রেকর্ডেও তিনি যে মৃত তা নেই। তাই এটা এখনো বকেয়া হিসেবে আছে, সে জন্যই এই চিঠি পাঠানো।”

জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে ৫০ হাজার ৩৮০ টাকা— মোট ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া রয়েছে শিল্পীর নামে।

দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে, ২০২০ সালের ৬ জুলাই রাজশাহীতে নিজ বাসভবনে মারা যান কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’— এমন অসংখ্য কালজয়ী গান দিয়ে তিনি বাংলা গানের ভুবনকে সমৃদ্ধ করেছেন।

১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করা এই ‘প্লেব্যাক সম্রাট’-এর মৃত্যুর পাঁচ বছর পর, তাঁকে পাঠানো এই আয়কর নোটিশটি একদিকে যেমন একটি দাপ্তরিক প্রক্রিয়ার অংশ, তেমনই অন্যদিকে ভক্তদের কাছে এটি এক আবেগঘন এবং কিছুটা বিড়ম্বনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

প্রথমবার আইটেম গানে সামিরা খান মাহি
১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৩৩ বিকাল
আমির খানের ভাইরাল আর্টিকেলটি কি ভুয়া?
১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:২৪ দুপুর
শহীদ মিনারে ‘লালনকন্যা’কে শেষ শ্রদ্ধা
১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৩০ দুপুর
Leave a Comment

Comments 0