সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

শহীদ মিনারে ‘লালনকন্যা’কে শেষ শ্রদ্ধা

১৯৫৪ সালে নাটোরে জন্মগ্রহণ করা এই শিল্পী তাঁর দীর্ঘ ৫৫ বছরের সংগীত জীবনে লালনের দর্শন ও বাংলার লোকগানকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ও ‘লালনকন্যা’ খ্যাত ফরিদা পারভীনের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। আজ, রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ সেখানে আনা হলে, দেশের শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সর্বস্তরের মানুষ তাঁকে ফুলেল শ্রদ্ধা জানাতে ভিড় করেন।

শিল্পীর ছেলে ইমাম নাহিল গণমাধ্যমকে জানিয়েছেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে, ফরিদা পারভীনের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর, তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, মরদেহ তাঁর প্রিয় ভূমি কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে এবং সেখানকার পৌর কবরস্থানে, তাঁর মা-বাবার কবরের পাশেই তাঁকে দাফন করা হবে।

গতকাল, শনিবার রাত ১০টা ১৫ মিনিটে, ৭১ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভীন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

১৯৫৪ সালে নাটোরে জন্মগ্রহণ করা এই শিল্পী তাঁর দীর্ঘ ৫৫ বছরের সংগীত জীবনে লালনের দর্শন ও বাংলার লোকগানকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। তিনি ১৯৮৭ সালে একুশে পদক, ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৮ সালে জাপানের সম্মানজনক ‘ফুকুওকা এশিয়ান কালচার’ পুরস্কারে ভূষিত হন।

তাঁর মৃত্যুতে বাংলা সংগীতাঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা অপূরণীয়।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0