বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

তবে কি সত্যিই প্রেম করছেন ধানুশ-ম্রুণাল?

গত ১ আগস্ট ছিল অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের জন্মদিন। সেই তারকাখচিত জন্মদিনের পার্টিতে ধানুশের উপস্থিতিই প্রথম আলোচনার জন্ম দেয়।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন কিছুদিন আগেই। এর মধ্যেই কি নতুন প্রেমে মজেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা ধানুশ? সম্প্রতি ‘সীতা রামাম’ খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে তাঁর ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সেই জল্পনাকেই উস্কে দিয়েছে। ম্রুণালের জন্মদিনের পার্টি থেকে শুরু করে সিনেমার বিশেষ প্রদর্শনী— সর্বত্রই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে, যা নিয়ে তোলপাড় চলছে নেটদুনিয়ায়।

গত ১ আগস্ট ছিল অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের জন্মদিন। সেই তারকাখচিত জন্মদিনের পার্টিতে ধানুশের উপস্থিতিই প্রথম আলোচনার জন্ম দেয়। এরপর সেই পার্টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধানুশ এবং তাঁরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলছেন। এই ভিডিওটিই তাঁদের প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢালে।

শুধু জন্মদিনের পার্টিই নয়, সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের হিন্দি ছবি ‘সন অব সর্দার ২’। জানা গেছে, সেই ছবির একটি বিশেষ প্রদর্শনী দেখার জন্য ধানুশ চেন্নাই থেকে মুম্বাই উড়ে গিয়েছিলেন। সেখানেও তাঁদের দুজনকে বেশ ঘনিষ্ঠভাবেই কথা বলতে দেখা গেছে। এর আগেও কণিকা ঢিলোঁর আয়োজিত পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন এই জুটি।

তাঁদের এই ঘন ঘন সাক্ষাৎ এবং ঘনিষ্ঠতা দেখেই ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। একজন নেটিজেন লিখেছেন, “এখনো হয়তো আমরা নিশ্চিত নই। কিন্তু কিছু তো একটা চলছে দুজনের মধ্যে।”

যদিও ধানুশ বা ম্রুণাল কেউই এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি, তবে ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ম্রুণালের সঙ্গে তাঁর এই রসায়ন দক্ষিণী সিনেমার অন্যতম ‘হট টপিক’ হয়ে উঠেছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0