এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জায়েদ খানের এডিট করা একটি ছবি। গত ৭ই আগস্ট, নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন তিনি যেখানে তাকে দুই হাতে ডাম্বেল নিয়ে ব্যায়াম করতে দেখা গেছে। তবে হাতের মাসল দেখাতে গিয়েই বেধেছে মূল বিপত্তি।ছবিটি ৭ তারিখে ফেসবুকে আপলোড করলেও গত তিনদিন যাবত এটি ফেসবুকে মানুষের ওয়ালে ওয়ালে ভেসে বেড়াচ্ছে ।
নেটিজেনদের একাংশ দাবি করছেন, জায়েদ খান ছবিটিতে নিজের শরীর বিশেষ করে মাসল বা বাইসেপ এডিট করে প্রকাশ করেছেন। ছবির ব্যাকগ্রাউন্ডের দিকে দৃষ্টি আকর্ষণ করে অনেকে বলছেন, শরীরের মাসল বাড়াতে গিয়ে পেছনের দরজাটিও বাঁকা হয়ে গেছে। কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন ছবির সত্যতা নিয়ে।
ছবিতে এক ব্যবহারকারী মন্তব্য করেন, “কেউ দরজার দিকে তাকাও”, আরেকজন লেখেন, “ভাইয়ের হাত তো পায়ের চেয়েও বড়।” আবার অনেকেই দরজার অংশটি মার্ক করে দিয়ে মজা করে লিখেছেন, “ব্যাকগ্রাউন্ডটাও ঠিক করুন।”
জায়েদ খান ছবিটা প্রকাশের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার নেটিজেন সেখানে বিভিন্ন রিএক্ট দিয়েছেন যার মধ্যে প্রায় ২২ হাজার হা হা রিএক্ট রয়েছে ।
ইতোমধ্যে ছবিটির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের মিম, এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও এক্স (সাবেক টুইটার)-এ। ব্যায়ামরত জায়েদের এই ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে হাস্যরসের নানা উপকরণ, যা নেটিজেনদের বিনোদনের খোরাক জুগিয়ে চলেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0