এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: গত কয়েক মাস ধরেই টলিউডের অন্যতম আলোচিত জুটি যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানের সম্পর্ক নিয়ে চলছিল জোর গুঞ্জন। শোনা যাচ্ছিল, তাঁদের সুখের সংসারে ভাঙনের সুর, তাঁরা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। নুসরাতকে ছাড়া যশের গণেশ পূজা পালন এবং ছেলের জন্মদিনে যশের অনুপস্থিতি— এই সব ঘটনা গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছিল। অবশেষে, সব জল্পনার অবসান ঘটিয়ে একসঙ্গে ছবি পোস্ট করে কড়া বার্তা দিলেন এই তারকা দম্পতি।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় যশ ও নুসরাত তাঁদের ইনস্টাগ্রামে একটি হাসিখুশি মুখের ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তাঁরা নিন্দুকদের উদ্দেশে এক ইঙ্গিতপূর্ণ বার্তায় লেখেন: “লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করে বাঁচি।”
তাঁদের এই একটি বাক্য এবং হাসিমুখের ছবিই যেন প্রমাণ করে দিল, তাঁদের সম্পর্ক অটুট রয়েছে এবং বাইরের সব কথাই ভিত্তিহীন।
গুঞ্জন শোনা যাচ্ছিল, যশ নাকি নুসরাতকে আর পাত্তা দিচ্ছেন না এবং নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি নুসরাতকে একাই ছেলের জন্মদিন পালন করতে দেখা যায়। এর ঠিক পরেই, গণেশ পূজার আসরেও যশকে একাই দেখা গিয়েছিল। এই দুটি ঘটনার পরই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন টলিউডে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
এর আগে এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছিলেন, তিনি তাঁর ঘরের চার দেয়ালের সমীকরণ নিয়ে বাইরে আলোচনা করতে নারাজ।
সব মিলিয়ে, যশ ও নুসরাতের এই পোস্ট তাঁদের ভক্তদের মনে স্বস্তি এনে দিয়েছে এবং বিচ্ছেদের গুঞ্জনে আপাতত জল ঢেলে দিয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0