ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শ্রমিক তোফাজ্জল হোসেনকে (২২) পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায়, ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামিরদিয়া ধানিখোলা এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাসার ভেতর থেকে আত্মগোপনে থাকা অবস্থায় ইব্রাহীম খলিল ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, তাঁরা দুজনই তোফাজ্জল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়, ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি মিছিলে যোগ দিয়েছিলেন রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন। সন্ধ্যায় শ্রীপুর থেকে আসা মিছিলটি যখন মাস্টারবাড়ি এলাকায় পৌঁছায়, তখন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেটি প্রতিহত করার চেষ্টা করে।
অভিযোগ, মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে, তোফাজ্জলকে একা পেয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার ২২৯ দিন পর, গত ২১ মার্চ, নিহত তোফাজ্জলের সহযোদ্ধা শরীফ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ২৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত তোফাজ্জল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা এবং গাজীপুরের শ্রীপুরে মা ও ছোট ভাইকে নিয়ে বসবাস করতেন। এই মামলায় দুই শ্রমিক লীগ নেতার গ্রেপ্তার ঘটনাটিকে নতুন মোড় দিল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0